বিশ্বজিৎ নাথ :- পারিবারিক বিবাদের জেরে টোটো চালককে পিটিয়ে মারার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নৈহাটির হাতে মৃত্যু হতে হলো টোটো চালককে। মৃতের নাম সুপ্রভাত দাস ওরফে বাপি। নৈহাটি নদীয়া জুটমিলে কাজের পাশাপাশি বাপি টোটো চালাতো। মৃতের বাড়ি নৈহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বিজয়নগরে। প্রত্যক্ষদর্শী টোটো চালক রাজু সাহা জানান, সাহেব কলোনি মোড়ে টোটো স্ট্যান্ডের কাছে সোমবার ভোর ৪-৪৫ মিনিট নাগাদ দাঁড়িয়ে ছিলেন বাপি দাস। রাজুর অভিযোগ, বাঁশ, লোহার রড নিয়ে আতর্কিতে হামলা চালায় তাঁর স্ত্রী, মেয়ে ও পুত্র-সহ এক মহিলা। এলোপাথাড়ি মারে রক্তাক্ত অবস্থায় বাপি লুটিয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে বাঁশের আঘাত খান তিনিও। বাপিকে পিটিয়ে ওরা পালিয়ে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কল্যাণীর জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্য হয়। ঘটনার তদন্তে নেমে নৈহাটি থানার পুলিশ স্ত্রী সন্ধ্যা দাস, ছেলে বাপন দাস ও মেয়ে রিমি দাসসহ চারজনকে পাকড়াও করেছে। স্থানীয়দের দাবি, পারিবারিক বিবাদের কারনেই এই ঘটনা।
Hindustan TV Bangla Bengali News Portal