নিজস্ব সংবাদদাতা :- নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে আটক করা হল এক সন্দেহভাজনকে | সিআইডির জালে এক বাংলাদেশী,যার নাম শেখ নাসিম বলে পুলিশ সূত্রে খবর | কেন এই হামলা? নেপথ্যে কার কার যোগ রয়েছে, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|তিনিই ঘটনার সঙ্গে কোনওভাবে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে|জানা গিয়েছে, বিস্ফোরণের কয়েক দিন আগে থেকে স্টেশন চত্বরে তিনি ঘোরাঘুরি করছিলেন এই ব্যক্তি বলে জানা গেছে | যদিও এখনও কোনও কিছুই স্পষ্ট নয় | এর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখার চেষ্টা চলছে|প্রসঙ্গত,১৭ ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে গিয়েছিলেন মন্ত্রী জাকির হোসেন | সেখানে তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় | বিস্ফোরণের তীব্রতায় জখম হন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ | মন্ত্রীর হাতের একটি আঙুল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় | ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি, বম্ব স্কোয়াড, ফরেনসিক বিশেষজ্ঞরা | ঘটনাস্থলে যান অনুজ শর্মাও | ৭ দিনের মধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করল পুলিশ |