পার্থ মুখার্জী, পশ্চিম মেদিনীপুর :- ফের একবার খবরের শিরোনামে রাজনৈতিক হিংসার ঘটনা | তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির পাশাপাশি গুলি চালাল দুষ্কৃতীরা বলে অভিযোগ,প্রাণ গেল এক তৃণমূল কর্মীর | ঘটনাটিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় | অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা | জানা গেছে,মঙ্গলবার রাত দশটা নাগাদ খড়গপুরের মকরপুর বাজারের উলটো দিকে অভিরামপুরে চার তৃণমূল কর্মী বসেছিলেন | সেই সময় তিনটি বাইকে বেশ কয়েকজন সেখানে যায় | অভিযোগ, তারা বোমাবাজি শুরু করে | এরপর ওই চার যুবককে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা বলে অভিযোগ | গুলিবিদ্ধ হন সৌভিক দলুই নামে এক তৃণমূল কর্মী | বোমাবাজিতে জখম হন বাকি তিনজন | গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে | অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সৌভিককে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা | কিন্তু সেখানে পৌঁছনোর আগে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সৌভিক |বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণেই এই পরিণতি সৌভিকের |প্রসঙ্গত,মোকরামপুরে বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত লক্ষ্মী শিটকে সম্প্রতি দলে ফেরায় তৃণমূল | তারপরই এই আক্রমণ | এ ব্যাপারে লক্ষ্মী শিটের সঙ্গে যোগাযোগ করা যায়নি | তবে জেলা তৃণমূল নেতৃত্ব দায় ঠেলেছে বিজেপির ঘাড়ে।