নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কুণাল ঘোষের সঙ্গে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতে ক্ষুব্ধ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। দুঃখপ্রকাশ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়াও।শুক্রবার এক্স হ্যান্ডেলে বিজেপি যুব মোর্চার সহ–সভাপতি কুণাল ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। চিকিৎসক নারায়ণ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করেছেন তরুণজ্যোতি তিওয়ারি। বিজেপির এই নেতা কলকাতা হাইকোর্টের আইনজীবীও। ফলে এই বৈঠক তিনি ভালভাবে নেননি। এই বৈঠকের নেপথ্যে অন্য কোনও গল্প আছে বলে তিনি মনে করেন। তাই এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা তথা আইনজীবী সন্দেহ প্রকাশ করেছেন। একদিকে কুণাল ঘোষের সিবিআই দফতরে যাওয়া অপরদিকে সিনিয়র চিকিৎসকের সরাসরি এসে তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক করা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি।দ্বিতীয়বার ১০ দফা দাবি তুলে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা। যার মধ্যে ৭টি দাবি মেনে নেন মুখ্যসচিব মনোজ পন্থ। কিন্তু তারপরও দেখা গিয়েছে, আমরণ অনশন এবং দ্রোহের কার্নিভাল। কিছুতেই এই অচলাবস্থা কাটছিল না। এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে অচলাবস্থা কাটার আশার আলো দেখা দিয়েছে। বাম জমানায় আরজি কর হাসপাতালে সৌমিত্র বিশ্বাসের ঘটনা সামনে আসায় চাপে পড়ে গিয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। যিনি এই আন্দোলনের এখন সামনের সারিতে আছেন। আর চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিছু অভিযোগ আছে। যার ফলে চাপ বাড়ছিল। তাই কুণাল ঘোষের সঙ্গে বৈঠক বলে মনে করেন বিজেপি নেতা তরুণজ্যোতি।
Hindustan TV Bangla Bengali News Portal