দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের ছয় আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। শাসকদল সূত্রে খবর, স্থানীয় নেতৃত্বের উপরই ভরসা রাখা হয়েছে উপনির্বাচনে।আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন। রবিবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক শিবির। একনজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে কাকে প্রার্থী হিসাবে বেছে নিল তৃণমূল।
উপনির্বাচনে তৃণমূল প্রার্থী
সিতাই- সঙ্গীতা রায়
মাদারিহাট-জয়প্রকাশ টাপ্পো
নৈহাটি- সনত্ দে
হাড়োয়া- শেখ রবিউল ইসলাম
মেদিনীপুর-সুজয় হাজরা
তালড্যাংরা- ফাল্গুনী সিংহবাবু
আসন্ন ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। ভোট হবে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা আসনে। প্রতিটি আসন নিয়ে আশাবাদী তৃণমূল। আগামী ২৫ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রার্থী তালিকা ঘোষণার পর প্রচারে বেরোবেন দলের হেভিওয়েটরা। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কে, কবে, কোথায় প্রচারে যাবেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।