প্রসেনজিৎ ধর, কলকাতা :- কালীপুজোর আগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। হাওয়া অফিস জানিয়েছে, দেশের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার অবধি। আন্তজার্তিক আবহাওয়ার মডেলগুলির তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে অক্টোবরের শেষে এই ঘূর্ণিঝড় তৈরির লক্ষণ সুস্পষ্ট। আগামী বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। কাতার ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘ডানা’। ঘূর্ণিঝড়টি ওড়িশা থেকে বাংলাদেশের খুলনার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা।আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তা পরিণত হবে গভীর নিম্নচাপে। সেই নিম্নচাপের অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম। ২২ অক্টোবর সকালের মধ্যে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। আর ২৩ তারিখের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে উপর সেই গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে। ২৪ অক্টোবর সকালে সেটি পৌঁছে যাবে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম তীরে। যা পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল। ওডিশার উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনও প্রভাব পড়বে না। এই সময়টা দুর্যোগের অবস্থান আন্দামানের কাছেই থাকবে। ২৩ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টিপাত। বিশেষ করে উপকূলের লাগোয়া জেলাগুলি- উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
২৪ অক্টোবর উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীণ। ২৩ অক্টোবর থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ২৪ অক্টোবর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা।এদিকে, নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েই চলেছে। শুক্রবার হয়েছে বৃষ্টি। কলকাতাও বাদ যায়নি। শনিবারও একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা অতটা নেই। মঙ্গলবার থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা। সমুদ্রে প্রায় ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড় ওঠার আশঙ্কা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি।