প্রসেনজিৎ ধর :- ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লাগাতার তর্কাতর্কি চলছিলই। মঙ্গলবারের বৈঠকেও ব্যতিক্রম ঘটল না। শুধু তর্কাতর্কি নয়, অশান্তির জেরে এদিন আহত হলেন কল্যাণ। কাচের গ্লাস ভেঙে কল্যাণের হাতে ঢুকে গেল। বৈঠকের শেষে দেখা যায় আহত কল্যাণকে ধরে বাইরে নিয়ে আসছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদের পাশে দেখা গিয়েছে আম আদমি পার্টি (আপ)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহকেও। সূত্রের খবর, কল্যাণের হাতে চারটি সেলাই দিতে হয়েছে। ‘ইন্ডিয়া টুডে’-তে প্রকাশিত খবরে দাবি, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের সময় একটি কাচের জলের বোতল তুলে টেবিলে জোরে ঠুকে দেন কল্যাণ। আর তাতেই ঘটে বিপত্তি।প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল পেশ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল বিরোধীরা। তাঁদের বক্তব্য ছিল, এই বিল সংবিধানের পরিপন্থী। এর ফলে একদিকে যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হবে তেমনই তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষেও হিতকর নয়। বিরোধীদের মতে, , নয়া আইনের ফলে ওয়াকফ বোর্ড গুরুত্ব হারাবে। যাবতীয় ক্ষমতা চলে যাবে জেলাশাসকদের হাতে। বিরোধীদের এই আপত্তির জেরে ওয়াকফ সংশোধনী বিল গত ৮ অগস্ট লোকসভায় পেশ হলেও তা পাশ করাতে পারেনি সরকার। পরিবর্তে আলোচনার জন্য বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এ ব্যাপারে ৩১ সদস্যের কমিটিও গড়েছে কেন্দ্র।যার চেয়ারপার্সন করা হয়েছে বিজেপি সাংসদ জগদম্বিকা পালকে। সেই কমিটির বৈঠকেই এদিন তুমুল উত্তেজনা ছড়াল। রক্তাক্ত হলেন তৃণমূল সাংসদ।