নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার চায়ের দোকানে গলাকাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভাঙড়ে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। চায়ের দোকান থেকে উদ্ধার হয়েছে প্রৌঢ়ের গলাকাটা দেহ। কেন প্রৌঢ়কে খুন করা হল? কারা আছে এই খুনের নেপথ্যে? এই প্রৌঢ়ের পরিচয় কী? এখন ভাঙড় থানার পুলিশ তদন্তে নেমে পড়েছে। খুনের ঘটনা চাউর হতেই চাপা আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম জব্বর মোল্লা। বয়স ৫৫ বছর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শাকসা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। সেখানে চায়ের দোকান চালাতেন। রাতে ওই দোকানেই ঘুমোতেন তিনি। অন্যান্যদিনের মতোই সোমবার রাতে দোকানেই ঘুমিয়েছিলেন জব্বর মোল্লা। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা দেখেন, দোকানের ভিতর পড়ে তাঁর গলা কাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছে দোকান।ঘটনাটি জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় ভাঙড় থানায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এর নেপথ্যে রয়েছে? মৃত প্রৌঢ়ের সঙ্গে কারও কোনও অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।মৃত প্রৌঢ়ের সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। রাজনৈতিক কোনও কারণ রয়েছে কিনা সেটাও সরেজমিনে তদন্ত করে দেখছে পুলিশ।