প্রসেনজিৎ ধর :- সম্ভবত আগামী রবিবারই আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা – মায়ের সঙ্গে দেখা হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমনটাই সূত্রের খবর | শাহের সাক্ষাৎ চেয়ে ইতিমধ্যে তাঁকে চিঠি দিয়েছেন সন্তানহারা পিতা-মাতা। তারপরই বিজেপি নেতৃত্বের তরফে এই সাক্ষাতের আয়োজনে জোর তৎপরতা শুরু হয়েছে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এনিয়ে তাঁকে চিঠিও পাঠানো হয়েছিল রাজ্য বিজেপির তরফে। সূত্রের খবর, আগামী রবিবার কলকাতায় আসছেন অমিত শাহ। ওই দিন তাঁর ঠাসা কর্মসূচি। তবে তারই মাঝে পানিহাটির বাড়িতে গিয়ে চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করার সম্ভাবনা।বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবার দলের সদস্য সংগ্রহ অভিযানে সূচনা করতে কলকাতায় আসছেন শাহ। EZCCতে দলীয় অনুষ্ঠানের পর কল্যাণী ও পেট্রাপোলে স্বরাষ্ট্র মন্ত্রকের ২টি অনুষ্ঠানেও যোগদান করার কথা রয়েছে তাঁর। ব্যস্ত সফরসূচিতে কলকাতাতেই কোথাও নির্যাতিতার বাবা – মায়ের সঙ্গে শাহের দেখা করানোর পরিকল্পনা চলছে। তবে ঠিক কোথায় সাক্ষাৎ হতে পারে তা নিয়ে কোনও মন্তব্য করেননি বিজেপি নেতারা। দিন কয়েক আগেই শাহের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। সেখানে তারা চাপে রয়েছেন বলে জানিয়ে নিজেদের অসহায়তার কথা উল্লেখ করেছিলেন। এই প্রেক্ষিতে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাতে রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।