দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কালীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে আগামী ৩১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে।কালীপুজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বারাসাত, মাধ্যমগ্রামে ভিড় জমান। কিন্তু তাঁদের চিন্তা থাকে রাতে বাড়ি ফেরা নিয়ে। এবার দর্শনার্থীদের সুবিধার্থে মাঝ রাত অবধি ট্রেন চালাবে শিয়ালদহ ডিভিশন। জেনে নিন, কোন ডিভিশনের শেষ ট্রেন মিলবে কখন?
জানা গেছে, কালীপুজো ও দিওয়ালির সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার ও শুক্রবার) অতিরিক্ত ৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। যাত্রী সুবিধার্থে এই বিশেষ ট্রেনগুলো রুটের প্রতিটি স্টেশনে থামবে। যেমন চলবে
শিয়ালদহ–ডানকুনি–শিয়ালদহ ইএমইউ স্পেশাল (এক জোড়া)। আগামী বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শুক্রবার রাত ১২.১৫ মিনিটে ডানকুনি পৌঁছাবে। আবার ডানকুনি থেকে রাত ১২.২৫ মিনিটে ছেড়ে রাত ১.০৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। এছাড়া চলবে একজোড়া শিয়ালদহ–বারাসাত–শিয়ালদহ ইএমইউ স্পেশাল। যেটি শিয়ালদহ থেকে রাত ১২.১০ মিনিটে ছেড়ে শুক্রবার রাত ১২.৫৫ মিনিটে বারাসত পৌঁছাবে। এবং বারাসত থেকে রাত ১.১০ মিনিটে ছেড়ে রাত ১.৫৫ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।
এছাড়া চলবে একজোড়া শিয়ালদহ–রানাঘাট–শিয়ালদহ ইএমইউ স্পেশাল। যেটি শিয়ালদহ থেকে রাত ১২.৪০ মিনিটে ছেড়ে শুক্রবার রাত আড়াইটেয় রানাঘাট পৌঁছাবে। অন্য ট্রেনটি বৃহস্পতিবার রাত রাত ১১.৪৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে রাত ১.৪০ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।চলবে একজোড়া শিয়ালদহ–বারুইপুর–শিয়ালদহ ইএমইউ স্পেশাল। যেটি শিয়ালদহ থেকে রাত ১২.৩০ মিনিটে ছেড়ে শুক্রবার রাত ১.১৫ মিনিটে বারুইপুর পৌঁছাবে। আবার বারুইপুর থেকে রাত ১.২৫ মিনিটে ছেড়ে রাত ২.১০ মিনিটে টায় শিয়ালদহ পৌঁছাবে। এছাড়া শিয়ালদহ সেকশনে বৃহস্পতিবার সপ্তাহের অন্যান্য দিনের মতো পরিষেবা চলবে। ট্রেনগুলি সমস্ত স্টেশনে, এমনকি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশনেও থামবে।