Breaking News

বিজেপি-র রথযাত্রায় পুলিশের ‘বাধা’, পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র কাঁচরাপাড়া

নিজস্ব সংবাদদাতা :- বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল কাঁচরাপাড়ার কাপামোড় এলাকা | রথযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে | ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলেন বিজেপি কর্মীরা |এরপরই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ | প্রসঙ্গত,৬ ই ফ্রেরুয়ারি নবদ্বীপ থেকে প্রথম রথযাত্রাটির সূচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা | বুধবার কাঁচরাপাড়ার দিকে যাচ্ছিল সেই রথযাত্রাটি | রথে ছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় | অভিযোগ, রথযাত্রা আটকাতে কাপামোড় এলাকায় ব্যারিকেড করে দেয় পুলিশ | এরপরই শুরু অশান্তি। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা | সেইসময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা |কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা|খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কৈলাস বিজয়বর্গীয়| বনগাঁ রোড অবরোধ করে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ | শেষপর্যন্ত পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *