দেবরীনা মণ্ডল সাহা :- কাঁচরাপাড়ার পর খাস কলকাতায় আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মিছিল ঘিরে ছড়াল উত্তেজনা | তুমুল সংঘর্ষ বাঁধল তৃণমূল ও বিজেপির মধ্যে | পাল্টা চড়াও হন বিজেপি কর্মীরা | রীতিমতো রণক্ষেত্রের আকার নেয় লেবুতলা পার্ক এলাকা | বুধবার হৃষিকেশ পার্ক থেকে লেবুতলা পার্ক পর্যন্ত মিছিল কর্মসূচি ছিল বিজেপির | সেই মিছিলের শুরুতেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি | আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে | বিজেপি সাংসদ অর্জুন সিং, বাবুল সুপ্রিয় ছাড়াও শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা শামিল হন মিছিলে | ‘জয় শ্রীরাম’ স্লোগানও ওঠে | তাঁদের রোড শো এগিয়ে যাওয়ার পথেই নেতাদের দিকে ধেয়ে আসে ঝাঁটা, জুতো বলে অভিযোগ অভিযোগের তীরে তৃণমূল কর্মীরা | পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় | ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া বিজেপি নেতাদের | রাজীব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ”বিজেপির বাড়বাড়ন্ত দেখে ভয় পেয়েছে তৃণমূল। তা আটকানোর জন্য এ ধরনের হামলা চালাচ্ছে | কিন্তু এভাবে বিজেপিকে রোখা যাবে না|”তৃণমূলের অবশ্য পালটা বক্তব্য, শান্তিপূর্ণভাবে বিরোধিতা করা হচ্ছিল | বিজেপি কর্মীরাই আগে চড়াও হয় |