প্রসেনজিৎ ধর :-ফের রাজ্যে এক নাবালিকার রহস্যমৃত্যু। বাড়ির অদূরেই মিলল নাবালিকার ঝুলন্ত দেহ। ধর্ষণের পর প্রমাণ লোপাট করতেই খুন করা হয়েছে নাবালিকাকে, এমনটাই অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার পূর্ব বাসুরিয়া এলাকায় ধানের ক্ষেতে ১৬ বছরের নাবালিকা এলিনা সরেনের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, তেলিপুকুরের বাসিন্দা এলিনা গতকাল রাতে বাড়ির পাশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত বাড়লেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ধানক্ষেতে একটি গাছের ডালে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা |তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দেহের পাশে মিলেছে নাবালিকার মোবাইলও।স্থানীয়দের কথায়, ওই নাবালিকা আত্মঘাতী হয়নি। তাকে ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে থাকলে দোষীদের শাস্তির আশ্বাসও দিয়েছেন তাঁরা।
Hindustan TV Bangla Bengali News Portal