নিজস্ব সংবাদদাতা :- কল্যাণীতে গণধর্ষণের অভিযোগ। স্বামীর সঙ্গে যাওয়ার সময় এক তরুণী বধূকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপারায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নদিয়ার কল্যাণী থানার কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রিজের নিচে এক বিবাহিতা তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কল্যাণী থানায় লিখিত অভিযোগ হলে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় আট জনকে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ। ধৃতদের আদালতে পেশ করা হয়।বুধবার ভোরে স্বামী-স্ত্রী দুজন মিলে বিশেষ কাজে কল্যাণীর কাঁচরাপাড়া রেলব্রিজের ধার দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তখন তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজন। মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ব্রিজের নিচে। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এর পর নির্যাতিতা এবং নির্যাতিতার স্বামী কল্যাণী থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে চারজন এবং পরবর্তীকালে আরও তিনজন এবং দুপুরের দিকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ৮ জনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ।ঘটনাস্থলের দুই জায়গায় মিলেছে নির্যাতিতার হাতের ভাঙা চুরি। আরও একটি টিফিন কৌটোও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কল্যাণীর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে মেয়েদের নিরাপত্তা।
Hindustan TV Bangla Bengali News Portal