নিজস্ব সংবাদদাতা :- বিজেপি নেতার হোটেলে অভিযান চালিয়ে মধুচক্র ভাঙল পুলিশ। খড়গপুর লোকাল থানার গোপালী এলাকায় পুলিশ অভিযান চালায়। উদ্ধার করা হয় তিন মহিলাকে। ইতিমধ্যেই এক হোটেল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।বিজেপির দাবি, এটা চক্রান্ত।পুলিশের দাবি বেশ কিছুদিন ধরে গোপালি এলাকার ডন রেস্টুরেন্ট কাম লজ নামে ওই হোটেলে মধুচত্র চলছে বলে খবর আসছিল। বুধবার রাতে তল্লাশিতে হোটেল থেকে ৩ জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ। সেখানে মধুচক্র চালানোর যাবতীয় সরঞ্জাম পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। মধুচক্র চালানোর অভিযোগে হোটেলের এক কর্মীকেও গ্রেফতার করেছে তারা। ধৃতদের বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছে তৃণমূল। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বেআইনি কাজ করছেন বিজেপি নেতা। বিজেপির প্রধান হয়ে কীভাবে এ ধরনের কাজ করলেন, প্রশ্ন তুলেছেন আইএনটিটিইউসির জেলার সহ-সভাপতি আইয়ুব আলি। প্রধান পদ থেকে বিমল দাসের অপসারণের দাবি তুলেছে তৃণমূল| যদিও বিজেপি গোটা ঘটনার পিছনে তৃণমূলের চক্রান্তই দেখছে। বিজেপির জেলার সহ-সভাপতি তপন ভুঁইঞার অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে ওই প্রধানকে ফাঁসানোর চেষ্টা করছে। অভিযোগ, ওই পঞ্চায়েত নিজেদের ক্ষমতায় আনার জন্য তৃণমূল দীর্ঘদিন ধরে বিমল দাসের উপর চাপ সৃষ্টি করছে।
Hindustan TV Bangla Bengali News Portal