Breaking News

কলকাতা বাদে জেলার বেশ কিছু পুর চেয়ারম্যান রদবদলের সুপারিশ অভিষেকের!

প্রসেনজিৎ ধর :-তৃণমূলের অন্দরে যে বড় সাংগঠনিক রদবদল হতে চলেছে তা জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক সাংগঠনিক জেলার সভাপতিও বদল হচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। নিজেই বলেছেন, ‘দলে বড় সাংগঠনিক রদবদল হচ্ছে।’ জানা গিয়েছে, এই রদবদলের খসড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। গত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের সেনাপতি জানিয়েছিলেন, ‘পারফরম্যান্স’ দেখে পুরসভা স্তরে প্রশাসনে এবং সংগঠনে রদবদলের পথে হাঁটবে দল। যার পটভূমি ছিল, লোকসভা ভোটে শহরাঞ্চলে তৃণমূলের খারাপ ফল।
জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার অভিষেক বলে দিয়েছেন, ‘‘আপাতত কলকাতায় কোনও বদল হচ্ছে না।’’ তবে পাশাপাশিই তিনি বলে রেখেছেন, ‘‘পরে সেটাও হবে। কারণ, এর পরে পঞ্চায়েত স্তরেও আমাদের রদবদল করতে হবে।’’ অভিষেক আরও এক বার স্পষ্ট করে দিয়েছেন, ‘পারফরম্যান্স’ই তাঁর কাছে শেষকথা। ‘আনুগত্য’ কোনও পদে থাকার সূচক নয়। তাঁর কথায়, ‘‘আনুগত্য দিয়ে আমি কী করব? ভাল ছেলে। কিন্তু কোনও কাজের নয়। আমার লাভ কী?’’তবে কলকাতায় এখন রদবদল না হলেও বেশ কয়েকটি ‘কর্পোরেশন’ এলাকায় রদবদলের প্রস্তাব তিনি দলনেত্রীকে জানিয়েছেন বলে স্পষ্ট করেছেন তৃণমূলের সেনাপতি। সেই সূত্রেই কৌতূহল তৈরি হয়েছে শিলিগুড়ি নিয়ে। কারণ, শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কাজ নিয়ে তৃণমূলের উপর মহল সন্তুষ্ট, তেমন নয় |বৃহস্পতিবার অভিষেক বলেন, ‘জেলা সভাপতি পদেও বদল হবে কাজের নিরিখে।’ সেটিই যে শেষ কথা, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।শুধু পুরসভার প্রশাসনিক স্তরের পাশাপাশিই একাধিক সাংগঠনিক জেলা সভাপতিও বদল করতে চলেছে তৃণমূল। অভিষেক জানিয়েছেন, অনেকগুলি জেলা সভাপতি পদেই বদল করা হবে। কত জন, সেই সংখ্যা নির্দিষ্ট করে তিনি বলেননি। তবে কমবেশি ১০ জন জেলা সভাপতি বদল করতে চলেছে শাসকদল এমনটাই সূত্রের খবর |
আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনে যে বড় অদলবদল হতে চলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তা একপ্রকার ঘোষণা করে দিলেন।২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গিয়েছিল, রাজ্যের অধিকাংশ পুরসভা জোড়াফুলের হাতে থাকলেও শহর এলাকার কিছু জায়গায় বিজেপির ভোট বেড়েছে। কলকাতা-সহ বহু পুরসভায় অনেক ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে বিজেপি লিড নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখন থেকেই ২০২৬-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করতে চাইছেন তিনি। লোকসভা নির্বাচনে যে সব পঞ্চায়েত অথবা পুরসভায় তৃণমূল প্রত্যাশিত ফল করেনি, সেই সব পঞ্চায়েত-পুরসভার জনপ্রতিনিধি থেকে সাংগঠনিক নেতৃত্বকে তার দায় নিয়ে সরে যেতে হবে বলে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন অভিষেক। সে পথেই যে দল হাঁটতে চলেছে তা তিনি এ দিন বুঝিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *