Breaking News

‘‌পার্টি ডেকেছে তাই এসেছি’‌, তদন্ত কমিটির মুখোমুখি সাসপেন্ডেড নেতা তন্ময় ভট্টাচাৰ্য!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে৷ ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করে তদন্ত কমিটি গড়েছে সিপিএম৷ এবার সেই তদন্ত কমিটিরই মুখোমুখি হলেন দলের প্রাক্তন বিধায়ক তন্ময়৷ এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে ডেকে পাঠান হয়েছিল তন্ময়কে৷ প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁর সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির দুই সদস্য সুমিত দে এবং শ্যামলী প্রধান৷দুপুরে আলিমুদ্দিনে যান তন্ময় ভট্টাচার্য। দলের ভাবমূর্তি খারাপ হচ্ছিল বলেই তাঁকে সাসপেন্ড করে পার্টি। কিন্তু এখনও সংশ্লিষ্ট ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন তন্ময় বলে উঠছে অভিযোগ।যে সময়ে তন্ময় ভট্টাচার্যকে ডাকা হয়েছিল তার একটু আগেই মুজফফর আহমেদ ভবনে পৌঁছন সাসপেন্ডেড নেতা বলে সূত্রের খবর। অভ্যন্তরীণ তদন্ত কমিটির তিন সদস্য আগেই আলিমুদ্দিনে চলে এসেছেন। ইতিমধ্যেই তাঁরা তন্ময় ভট্টাচার্যের সামনে নানা প্রশ্ন তুলে কথা বলছেন। সব প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু মহিলা সাংবাদিকের কোলে কেন বসলেন?‌ এই প্রশ্নেই চাপ বাড়ছে তন্ময়বাবুর বলে সূত্রের খবর। ২৭ অক্টোবরের ঘটনা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। তবে আজ পার্টি অফিসে ঢোকার মুখে শুধু বলেন, ‘পার্টি ডেকেছে তাই এসেছি’।তাঁর বক্তব্য, ‘‌আমার আলাদা করে কোনও অভিযোগ নেই।’‌ তিনি এখন আবার বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। তন্ময়ের কীর্তি ফাঁস হয় যখন ওই ঘটনার পর মহিলা সাংবাদিক ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, সাক্ষাৎকার নিতে বাড়িতে গেলে তন্ময় ভট্টাচার্য তাঁর কোলে বসে পড়েন। এই অভিযোগের ভিত্তিতে সিপিএমের পক্ষ থেকে সেদিনই তাঁকে সাসপেন্ড করা হয়। মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে জানান, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা খতিয়ে দেখবে দলের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। ওই কমিটির রিপোর্ট দেখে তারপর পদক্ষেপ করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *