দেবরীনা মণ্ডল সাহা:- পানাগড়ে আগুনে ঝলসে গেল চার নাবালক-নাবালিকা। একটি পরিত্যক্ত গাড়ির মধ্যে খেলার সময় আচমকাই আগুন লেগে যায়। চারজনই গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় |পরিত্যক্ত গাড়ির একটি কেবিনের ভিতরে খেলতে গিয়ে আগুনে ঝলসে গেল এক শিশুকন্যা ও তিন নাবালক। কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলা করার সময় হঠাৎ গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। গাড়ির ভেতর আটকা পড়ে ৪ জনেই।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর তিনটে নাগাদ কাঁকসার রাইস মিল রোডে একটি পরিত্যক্ত গাড়ির কেবিনের ভেতরে খেলা করছিল এক শিশুকন্যা-সহ তিন নাবালক। সকলেরই বয়স ৭ বছরের মধ্যে। সেই সময় হঠাৎ গাড়ির ভেতর আগুন লেগে যায়। ধোঁয়া বের হতে শুরু করে। গাড়ির ভেতর আটকে পড়ে ৪ জনই। চার শিশুর চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে আসেন। ততক্ষণে আগুনে জখম হয়েছে তিনজনই। স্থানীয়রা তাদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে দুজনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ও অপর দুই জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ।চার শিশুর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনেরই বয়স সাত-এর কম। তাই চিকিৎসকরাও এই ঘটনায় উদ্বিগ্ন।ভিতরে কোনও বিস্ফোরক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।