প্রসেনজিৎ ধর :- জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরে চুল জড়িয়ে উপড়ে গেল মহিলার মাথার খুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া হুগলির চণ্ডীতলা এলাকায়।পুলিশ সূত্রের খবর, মৃতার নাম উজ্জ্বলা সাঁতরা। মঙ্গলবার রাতে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে চণ্ডীতলার কলাছড়া এলাকায় জগদ্ধাত্রী প্রতিমার ভাসানে যোগ দিয়েছিলেন তিনি। উজ্জ্বলার স্বামী ঝন্টু সাঁতরার একটি মোটরচালিত ভ্যান রয়েছে। সেটি চালিয়ে তিনি চণ্ডীতলায় শোভাযাত্রায় এসেছিলেন। ভ্যানে বসেছিলেন স্ত্রী-পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চণ্ডীতলার ধর্মতলা থেকে পালপাড়ার দিকে শোভাযাত্রা যখন এগোচ্ছিল, তখনই দুর্ঘটনাটি হয়। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন সবাই। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘খোলা চুলে ভ্যানে বসেছিলেন ওই মহিলা। ভ্যানে একটি জেনারেটর ছিল। জেনারেটরের মোটরে মহিলার চুল আচমকাই আটকে যায়। চিৎকার শুনে তাকাতেই দেখি, ভ্যান থেকে ধপ করে রাস্তায় পড়ে গেলেন ওই মহিলা। মাথার খুলি উপড়ে গিয়েছিল তাঁর।’’ সঙ্গে সঙ্গে মহিলাকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় মৃত্যু হয়েছে আগেই। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়। এই ঘটনায় মৃতার স্বামী ঝন্টু সাঁতরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। চণ্ডীতলায় থানায় এসে কাঁদতে কাঁদতে বলেন, “ছোটো ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না। আমিই বললাম ভ্যানে উঠতে। সেই ভ্যানেই এভাবে মৃত্যু হল উজ্জ্বলার।”
Hindustan TV Bangla Bengali News Portal