Breaking News

ট্যাব কেলেঙ্কারি ছায়া এবার পুরসভায়?অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ১৫ লক্ষ টাকা,হইচই বালুরঘাট পুরসভায়

নিজস্ব সংবাদদাতা :-তিন দফায় বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় ১৫ লক্ষ টাকা। ঘটনায় হইচই পড়ে গিয়েছে পুরসভায়। সরকারি প্রকল্পের টাকা ছিল ওই অ্যাকাউন্টে। এমনভাবে টাকা গায়েব হয়ে যেতেই ব্যাঙ্কের কাছে চিঠি করেছেন পুরসভার চেয়ারম্যান। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানিয়ে বালুরঘাট থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র টাকা গায়েবের বিষয়টি প্রকাশ্যে এনে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ১৪ লক্ষ ৪০ হাজার টাকা তোলা হয়েছে। তিনটি চেকের মাধ্যমে সেই টাকা তুলেছে প্রতারকেরা। কিন্তু অশোকের দাবি, যে যে চেকের মাধ্যমে টাকা তোলা হয়েছে, তা পুরসভার পক্ষ থেকে কাউকে দেওয়াই হয়নি। তারপরও কী ভাবে ওই চেকগুলির মাধ্যমে টাকা তোলা হল, তা বুঝতে পারছেন না তিনি।অশোকের দাবি, ৫৩৭৭১, ৫৩৭৭২ এবং ৫৩৭৭৩— এই তিনটি নম্বরের চেক ব্যাঙ্কে জমা দিয়ে পুরসভার টাকা তোলা হয়েছে। কিন্তু চেকগুলি এখনও পুরসভার চেকবুকে রয়েছে বলে জানিয়েছেন তিনি। অথচ তা দিয়েই ধাপে ধাপে ১৪ লক্ষের বেশি টাকা তুলে নেওয়া হয়েছে। কী ভাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরসভার টাকা অন্যের অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন অশোক। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দাবি, ‘‘পুরো বিষয়টি জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। এক দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে যদি পুরসভার টাকা ফেরত না আসে তবে আইনি পদক্ষেপ করব।’’ বালুরঘাট থানা, জেলাশাসক এবং পুলিশ সুপারকেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন চেয়ারম্যান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *