প্রসেনজিৎ ধর,কলকাতা :- খাস কলকাতায় আবার বিপুল টাকার পাহাড় সামনে চলে এল। আর তা প্রকাশ্যে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সৌজন্যে। ইডির তল্লাশিতে এই বিপুল পরিমাণ নগদের হদিশ মিলল লেক মার্কেটের এক ব্যবসায়ীর বাড়িতে। সেখানে শুক্রবার সকালে টাকা গোনার মেশিন নিয়ে আসতে হয়েছে। এখনও পর্যন্ত ৩ কোটি টাকা গণনায় উঠে এসেছে।
লটারি প্রতারণা মামলায় শুক্রবারেও ইডির তল্লাশি অভিযান জারি। এদিন সকাল থেকেই কলকাতার লেকমার্কেট-সহ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহিষবাথান, মাইকেল নগর, রাসবিহারী এভিনিউ-সহ একাধিক জায়গায় অভিযান চলে।দক্ষিণ ভারতে সপ্তাহ খানেক ধরে এই কেসে অভিযান চালিয়েছে ইডি। সেই সূত্র ধরেই উঠে এসেছে কলকাতা যোগ। দিল্লি ও কলকাতা টিমের যৌথ অভিযানেই চলছে তল্লাশি। সূত্রের খবর, ফরচুন গ্যামলিং সংস্থার অধীনেই চলছিল একাধিক লটারি ব্যবসা। বৃহত্তর ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।কয়েক হাজার কোটি টাকা মূল্যের অবিক্রিত টিকিট উদ্ধার হচ্ছে। লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার যে টাকা তা থেকে কর বাবদ অর্থ সরকারের কোষাগারে জমা না দিয়ে হাওলার মাধ্যমে বিদেশে পাচার করা হতো। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতায় হানা দেয় ইডি। তারপর দু’দিন ধরে চলছে ম্যারাথন তল্লাশি। শুধু তাই নয়, লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে। আর এই প্রতারণার সঙ্গে প্রভাবশালী যোগের তত্ত্ব উঠে এসেছে বলে অভিযোগ।এই প্রতারণার জাল আর কতদূর বিস্তৃত, কারা এই চক্রের সঙ্গে জড়িত? সবটা তদন্ত করছে ইডি।