Breaking News

বাগডোগরা বিমানবন্দরে ট্যাব কেলেঙ্কারি নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা :- ট্যাব কেলেঙ্কারি নিয়ে প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় সফর শেষে শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই সিট গঠন হয়েছে। প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মমতা বলেন ইতিমধ্যেই হ্যাকারদের তদন্ত করে গ্রেফতারও করা হচ্ছে। শহর থেকে জেলায়, গায়েব হয়ে যাচ্ছে রাজ্য সরকারের পাঠানো ট্যাব কেনার টাকা। এই বিরাট কাণ্ডে একের পর এক গ্রেফতারি চলছে। পুলিশের জালে আটকা পড়েছে এক তৃণমূল নেতার ছেলেও। এই পরিস্থিতিতে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ট্যাব কেলেঙ্কারির অপরাধীদের এ রাজ্যেই ধরপাকড় করা হয়েছে। এমন কেলেঙ্কারি তো অন্য রাজ্যেও হয়েছে। কিন্তু এ রাজ্যই শুধুমাত্র অভিযুক্তদের গ্রেফতার করতে পেরেছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘ট্যাব নিয়ে SIT গঠন করা হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে। তবে আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি’ | ২ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় বিমান ধরার আগে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সকলের প্রশ্ন, যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে, যারা ট্যাবের টাকা পাননি, তারা কি আর টাকা পাবে ? মুখ্যমন্ত্রী সেই প্রশ্নেরও উত্তর দিলেন । তিনি বললেন, ‘আমরাই একমাত্র এই গ্রুপের ৬ জনকে ধরতে পেরেছি। আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং। রাফ অ্যান্ড টাফ। ৬ জনকে গ্রেফতার করেছি। বাকি যা করার ওরা করবে।’ মুখ্যমন্ত্রী জানান, ‘যারা ট্যাবের টাকা পায়নি, তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে’ |শুধু তাই নয়, ট্যাব জালিয়াতিতে একজনের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ব্যাপারে তিনি আশ্বস্ত করে বলেন, যাদের যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে তাদের প্রত্যেককে প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হবে। আঙুল তুললেন ভিনরাজ্যের হ্যাকারদের দিকেও। তিনি বলেন, ‘মহারাষ্ট্র থেকেও হাইজ্যাক করা হয়েছে। রাজস্থান থেকেও হাইজ্যাক করেছে। সব স্টেট থেকে হাইজ্যাক করা হয়েছে। এই গ্রুপটাকে আমরাই ধরেছি। সুতরাং আমাদের স্টাফ সিট গঠন করেছেন। যা যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। এটা প্রশাসনের কাজ, প্রশাসন করুক। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *