Breaking News

চিকিৎসকদের নিয়ে নয়া কর্মসূচি অভিষেকের!ডায়মন্ড হারবারে ‘ডক্টরস সামিট-২০২৪’, প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রসেনজিৎ ধর:- ডায়মন্ডহারবারে এবার চিকিৎসকদের নিয়ে ডক্টরস সামিট ২০২৪ আয়োজন করতে চলেছেন তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে ডায়মন্ড হারবারের চিকিৎসকদের। সেখানে মূল বক্তা হিসেবে হাজির থাকবেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ৩০ নভেম্বর সমন্বয় পেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ওই কর্মসূচির। যার নাম দেওয়া হয়েছে হেলথ ফর অল। এবং ওই কর্মসূচির প্রচারকের জায়গায় নাম রয়েছে শান্তনু সেন এবং মহম্মদ মিরাজউদ্দীন।জানা গিয়েছে,সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালে কোভিডের সময় নমুনা পরীক্ষার ক্ষেত্রেও ডায়মন্ড হারবার সবথেকে এগিয়ে ছিল। সেই ট্রেন্ডই ফলো করতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার রাত থেকে ওই কর্মসূচির পোস্টার ছড়াতে শুরু করেছে সমাজমাধ্যমে। যেখানে কর্মসূচির প্রচারকের জায়গায় দু’জনের নাম রয়েছে। তাঁদের এক জন চিকিৎসক তথা রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ওই বৈঠকের পরেই গোটা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে ‘হেল্‌থ ফর অল’ (সকলের জন্য স্বাস্থ্য) কর্মসূচি শুরু হবে। সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে খবর। ফলে স্বাস্থ্য ব্যবস্থায় আরও এক বার ‘ডায়মন্ড হারবার মডেল’ বাস্তবায়িত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। যেমনটা হয়েছিল ২০২১ সালে বিধানসভা ভোট পরবর্তী সময়ে কোভিড-কালে। সেই সময়েই প্রথম ‘ডায়মন্ড হারবার মডেল’-এর কথা শোনা গিয়েছিল অভিষেকের মুখে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *