Breaking News

রিষড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ খানের নাম ব্যবহার করে ভুয়ো প্যাড ছাপিয়ে টাকা চাওয়ার অভিযোগ!প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল?

নিজস্ব সংবাদদাতা :- সাইবার ক্রাইম রাজ্যে বেড়ে গিয়েছে | তাই সদা সতর্ক থাকতে প্রচার করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে | এবার অভিনব কায়দায় প্যাড জালিয়াতি,যা দেখে চক্ষু চড়কগাছ |

দলীয় প্যাড ব্যবহার করে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন হুগলির রিষড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান | তাঁর সই করা পুরোনো এই চিঠি ২০১৮ সালের ভুয়ো চিঠি এখন ভাইরাল হয় এলাকায় |রিষড়া শহর তৃণমূলের প্যাডে লেখা রিষড়ার এক বেসরকারি কারখানায় চিঠি দিয়ে ১০ হাজার টাকা চাওয়া হয়েছে |
চিঠিতে লেখা আছে এলাকার গরিব মানুষের জন্য নতুন পোশাক কিনতে কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন | চিঠির শেষে রিষড়ার পৌরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের সই এবং স্টাম্প আছে | এই চিঠি প্রসঙ্গে জাহিদ হাসান খানের বক্তব্য এই কাজ বিরোধীরা করেনি আমার দলের লোকেরাই করেছে |
এ নিয়ে জাহিদ হাসান খান আরও বলেন আমি দলের কোনও প্যাড ব্যবহার করিনি আর পুরনো প্যাড ব্যাবহার করে কেউ আমার বদনাম করার চেষ্টা করছেন | তিনি আরও বলেন আমার ক্ষমতা যেটুকু আমি সেটুকু কাজ করি আমি কারো থেকে টাকা নিয়ে কোনো কাজ করি না | লোকসভা ভোটে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমার ওয়ার্ডে হারানোর চেষ্টা হয়েছে কিন্তু সফল হয়নি তাই আমাকে বদনাম করার জন্য এই কাজ করেছে দলের এক নেতা দাবি জাহিদ হাসান খানের |

এই বিষয়ে বিজেপি নেতা মোহন আদক বলেন তৃণমূল তোলাবাজি করে এইভাবেই,এটা আর নতুন কি?রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের সাথে দলীয় গোষ্ঠীকোন্দল আছে দলের কিছু নেতার এমনটাই সূত্রের খবর | সেই গোষ্ঠীকোন্দলের জন্য এই চিঠি ভাইরাল হলো বলে মনে করছেন রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *