Breaking News

ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ‘মূল’ অভিযুক্ত সুজল প্রসাদ !ধৃতের সংখ্যা বেড়ে ৪

নিজস্ব সংবাদদাতা :-ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউয়ের খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সুজল প্রসাদ। অশোকের পরিবারের দাবি, খুনের ঘটনায় ‘মূল ষড়যন্ত্রকারী’ তিনি। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসায় নিহত আকাশ প্রসাদের ভাই ধৃত সুজল। দাদার খুনের ‘বদলা’ নিতেই অশোককে হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি। উল্লেখ্য, আকাশ-খুনে অন্যতম অভিযুক্ত ছিলেন অশোক।গত ১৩ নভেম্বর, নৈহাটিতে উপনির্বাচনের দিন পাশের কেন্দ্র ভাটপাড়ায় সাতসকালে শুটআউটের ঘটনা ঘটে। চায়ের দোকানে বসে থাকা অশোক সাউকে লক্ষ্য করে গুলিবর্ষণ হয়। চলে বোমাবাজিও। তাতে মৃত্যু হয় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। রোমহর্ষক সেই ঘটনার তদন্তে নেমে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ প্রথমে কওসর আলি নামে একজনকে গ্রেপ্তার করে। তার সূত্র ধরে সুজল পাসোয়ান নামে আরেকজনকে জালে আনেন তদন্তকারীরা। তবে মূল অভিযুক্ত সুজল প্রসাদকেই খুঁজছিল পুলিশ। সে গত পাঁচদিন ধরে পাশের এলাকায় গা ঢাকা দিয়েছিল। ধৃতদের জেরা করে সুজলের সন্ধান পান গোয়েন্দারা। জগদ্দল থানা এলাকার অদূরে বারুইপাড়া থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ধৃত সুজল প্রসাদ ২০২০ সালে ভাটপাড়ার একই জায়গায় নিহত আকাশ প্রসাদের ভাই। দাদার খুনের বদলা নিতেই সুজল তৎকালীন তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক সাউকে খুনের পরিকল্পনা করেছিল। চার বছর ধরে নিখুঁত পরিকল্পনা করেই অপারেশন হয়। পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, সুজলের বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজের অভিযোগ ছিল। সে বিহারে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে ট্র্যাক করে রাজ্যে ফিরিয়ে আনে। মামলা দায়ের হয়। জামিনে মুক্ত ছিল সুজল। তারই মাঝে সে অশোক সাউ হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িয়ে পড়ে। কমিশনার জানান, এই ঘটনায় সক্রিয়ভাবে ৫ জনকে চিহ্নিত করেছে পুলিশ। বাকি কয়েকজনও জড়িত বলে জানা গিয়েছে।সোমবার সুজল-সহ দু’জনের গ্রেফতারের পর ধৃতের সংখ্যা বেড়ে হল চার। ধৃতদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নিয়ে আসা হয় | সুজলদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই আগ্নেয়াস্ত্রই খুনে ব্যবহৃত হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *