দেবরীনা মণ্ডল সাহা :- উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান (উপ-পুরপ্রধান) সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায় এবার পুলিশের জালে এক জন। সুইসাইড নোটের সূত্র ধরে মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা নাম জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস এবং শুক্লা বিশ্বাস।তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেলিং ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছে পুলিশ।শুক্রবার ভাড়াবাড়ির চিলেকোঠার ছাদ থেকে সত্যজিৎবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। এক প্রতিবেশী ছাদে তাঁর দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পাশে উদ্ধার হয় প্রায় আড়াই পাতার একটি সুইসাইড নোট। সেখানে জয়শ্রী দাসসহ ৩ জনের নাম লিখে গিয়েছেন সত্যজিৎবাবু। তিনি দাবি করেছেন, এই তিন ব্যক্তি আপত্তিকর ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন। তাদের চাহিদা সামাল দিতে ঋণ নিতে হয়েছে তাঁকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আর সংসার চালাতে পারছেন না তিনি। এমনকী জয়শ্রী দাসের কাছ থেকে টাকা নিয়ে যাদের কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন তাদের শোধ করে দিতে বলেন তিনি।দেহ উদ্ধারের পর থেকেই বারাকপুরের দিঘির পাড়ের বাসিন্দা জয়শ্রী দাসসহ অন্য ২ জনকে জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারীরা। বুধবার তাদের খাতায় কলমে গ্রেফতার করা হয়। ধৃতরা কী করে সত্যজিৎবাবুর আপত্তিকর ভিডিয়ো তুলল ও তারা সত্যজিৎবাবুর কাছ থেকে মোট কত টাকা নিয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের বুধবার বারাকপুর আদালতে পেশ করা হয় |সত্যজিতের অস্বাভাবিক মৃত্যুতে এখনও পর্যন্ত আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে। তৃণমূলের দাবি, নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ নেই। তবে আত্মহত্যার নেপথ্যে কী কারণ, সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। মঙ্গলবারই সত্যজিতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম।