প্রসেনজিৎ ধর, হুগলি:- হুগলির ডানকুনিতে ফেরিয়ওয়ালার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তা ঘিরেই শোরগোল এলাকায়। ওই ফেরিয়াওলার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতারও করেছে ডানকুনি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মইনুদ্দিন মোল্লা ওরফে ছট্ট। এলাকায় সবাই তাকে ফেরিওয়ালা হিসেবেই চিনতেন৷ ভ্যান নিয়ে বাসনপত্র সহ প্লাস্টিকের নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন তিনি৷ সেই ফেরিওয়ালার বাড়িতেই হানা দিয়ে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করল পুলিশ৷ডানকুনির খুশাইগাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ৷স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে এলাকায় একটি পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিলেন মইনুদ্দিন। এলাকার লোকজন মারফত খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে পুলিশ তাঁকে ধরলে তাঁর কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা কুলতলিতে। কিন্তু, বেশ কিছুদিন ধরেই তিনি ডানকুনির মৃগালার তেঁতুলতলায় থাকছিলেন। কিন্তু, পিস্তল নিয়ে তিনি কী করছিলেন তা বোঝার চেষ্টা করছে পুলিশ। ওই ফেরিওয়ালা বড় কোনও দুষ্কৃতীদলের সঙ্গে যুক্ত কিনা, বা কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা তা জেরা করে জানার চেষ্টা করছে ডানকুনি থানার পুলিশ। এদিন ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় |
Hindustan TV Bangla Bengali News Portal