দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন। ইডির বিশেষ আদালতে জামিন পেলেন তিনি। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত। তবে মানতে হবে বেশ কিছু শর্ত। জমা রাখতে হবে পাসপোর্ট। যেতে পারবেন না কলকাতার বাইরে।ব্যাঙ্কশ্যাল কোর্টের তরফে বলা হয়েছে, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে। কলকাতা পুলিশের জুরিসডিকিশানের বাইরে তিনি কোনও ভাবেই জেতে পারবেন না।শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল। টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছিল তারা। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। এর পরে ওই বছরেরই ২৭ জুলাই বেলঘরিয়ার একটি আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাট থেকেও মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি। সঙ্গে প্রচুর টাকার গয়নাও। ইডির দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। সঙ্গে সাতটি ভিন্দেশের মুদ্রাও।নিয়োগ দুর্নীতি মামলায় একমাত্র অর্পিতার কাছ থেকেই নগদ টাকা উদ্ধার করেছিল তদন্তকারী সংস্থা। এ ছাড়া আর কোনও অর্থ উদ্ধার হয়নি কোথাও থেকে। শুধু অর্পিতার কাছ থেকে নগদ অর্থ উদ্ধার হওয়ার অনেকেই মনে করেছিলেন, নিয়োগ মামলায় তাঁর কঠিন হবে | কিন্তু দেখা গেল, পার্থের আগে অর্পিতাই জামিন পেলেন।