Breaking News

উপনির্বাচনে ৬ কেন্দ্রে জামানত জব্দ বামেদের!সিপিএমের ‘শূন্য’ নিয়ে ফের ছড়া কুণালের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে ছটিতেই জামানত জব্দ হয়েছে বাম ও বাম সমর্থিত প্রার্থীদের। আর এই প্রেক্ষাপটে সিপিএমকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাল্টা জবাব দিয়েছে সিপিএম।শনিবার ভোটের ফল বেরিয়েছে। সেদিন তো বটেই, ২৪ ঘণ্টা পর রবিবারও এ নিয়ে ফের তৃণমূলের তীব্র কটাক্ষের মুখে পড়ল এই বাম দল। এবার শুধু কটাক্ষ নয়, তৃণমূলের অন্যতম রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সিপিএমকে নিয়ে একেবারে গান বেঁধে ফেলেছেন। নিজেই সেই গান পোস্ট করেছেন। তাতে কুণালকে সুর মিলিয়ে সিপিএমের উদ্দেশে ছড়া কাটতে শোনা যাচ্ছে, ‘মটর কলাই গোল গোল, দাঁতে ভাঙে না, সিপিএম শূন্য থেকে একে যায় না!’শনিবার যে ছটি বিধানসভা কেন্দ্রের ফল বেরিয়েছে, তার মধ্যে, কোচবিহারের সিতাইয়ে বিজেপি, কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লকের জামানত জব্দ হয়েছে। মাদারিহাটে জামানত জব্দ হয়েছে কংগ্রেস এবং RSP-র। এখানে তো বাম কংগ্রেসের লড়াই হয়েছে কার্যত নোটার সঙ্গে। নৈহাটিতে বাম সমর্থিত CPIML-এর প্রার্থী এবং কংগ্রেসের জামানত জব্দ হয়েছে। হাড়োয়ায় জামানত জব্দ হয়েছে সিপিএমের জোটসঙ্গী ISF, কংগ্রেস এবং বিজেপির। যে মেদিনীপুর একসময় ছিল কংগ্রেসের গড়। সেখানে কংগ্রেস নেমে গেছে চার নম্বরে। আর, সিপিএম প্রার্থী দ্বিতীয় হয়েছেন। তাঁরও জামানত জব্দ হয়েছে। তালডাংরাতেও জামানত জব্দ হয়েছে সিপিএম আর কংগ্রেস প্রার্থীর। অর্থাৎ উপনির্বাচনে শাসক তৃণমূলের দাপটে প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে সব বিরোধী দলই। কিন্তু এদিন সিপিএমকে নিশানা করে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ। এ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “কুণাল ঘোষ খালি কুকথা বলে এটা সবাই জানে। কুণাল ঘোষ যেহেতু দু’একটা লিখতে জানে, পড়তে জানে, ২-১টা গান গাইতে জানে, গান লিখতে জানে তাতে মানে যাই হোক না কেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এপাং ওপাং ঝপাং বলে কবিতা লিখতে পারে, তাহলে কুণাল ঘোষ কেন গান গাইতে পারবে না?”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *