Breaking News

‘বড়মা’র নামে ফেরিঘাট, জানালেন মমতা, তৈরি হবে পুলিশ ফাঁড়িও,পুজো দিয়ে বড় ঘোষণা মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নৈহাটি ফেরিঘাটের নাম হবে এবার বড়মার নামে। শুধু নতুন নামকরণ নয়, সাংসদ কোটার টাকায় ১০ লাখ টাকা ব্যয়ে সেজে উঠবে নৈহাটির ঘাটও। বসানো হবে হাইমাস্ক আলোও। মঙ্গলবার নৈহাটি মন্দিরে পুজো দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানান |বিধানসভা উপনির্বাচনে তাঁর দলকে ঢেলে ভোট দিয়েছে জনতা। জয় পাওয়ার পর নৈহাটি গিয়ে বাসিন্দাদের সুবিধার্থে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নৈহাটিতে পুলিশ ফাঁড়ি তৈরির কথাও জানান। এছাড়া, বড়মার মন্দিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ঘাটটি সংস্কারের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।এদিন বড়মার মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। দেবীকে শাড়ি নিবেদন করেন তিনি। বলেন, ‘নৈহাটির মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বড়মার কাছে আসতাম। নির্বাচনের সময় এলে সভা করতে হত। আজ মঙ্গলবার, মায়ের দিন। তাই এলাম।যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন, সকলের কাছে কৃতজ্ঞ।’  মঙ্গলবার দুপুরেই নৈহাটিতে বড়মার মন্দিরে আসেন মমতা। মন্দিরের মধ্যে ছিলেন বেশ কিছু ক্ষণ। তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম-সহ নৈহাটি এবং ভাটপাড়ার জনপ্রতিনিধিরা। উপনির্বাচনে জয়ের জন্য সকলকে ধন্যবাদ জানান মমতা। অন্যদিকে, নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে ওপিডি তৈরি করা হচ্ছে বলেও জানান মমতা। তিনি বলেন, ‘পার্থ (ভোমিক) সাংসদ হওয়ার পর একটা কাজ করছে, আমায় বলেছে। নৈহাটি ও ভাটপাড়ায় ২টো ওপিডি তৈরি করার জন্য ও এমপি ল্যাড থেকে ২ কোটি, ২ কোটি, মোট ৪ কোটি টাকা দিচ্ছে। এজন্য ওকে ধন্যবাদ দিচ্ছি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *