Breaking News

চিটফান্ড মামলার কিনারায় ফের সক্রিয় ইডি!শহরের একাধিক জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আর্থিক দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী দলের স্ক্যানাররে প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেড। আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে মঙ্গলবার অভিযান চালায় ইডি।প্রয়াগ চিটফান্ড প্রাইভেট লিমিটেড আর্থিক দুর্নীতি কাণ্ডে শহর ও শহরতলীতে ইডি অভিযান। এই কোম্পানি দিল্লিতে নিজের কর্মকাণ্ড শুরু করে। সেই কোম্পানির আর্থিক তছরুপ, আমানতকারীদের টাকা নয়ছয়-সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি অভিযান। এই কোম্পানির অন্যতম ডিরেক্টর অভীক বাগচীর বাবা বাসুদেব বাগচীকেও এর আগে একবার সিবিআই গ্রেফতার করেছিল।এই তদন্তে নেমে মঙ্গলবার নিউ আলিপুরে সাহা কলোনির একটি ফ্ল্যাটে তল্লাশিতে নেমেছে ইডির তদন্তকারী দল। জানা যাচ্ছে ওই ফ্ল্যাটটি বাগচীদের ফ্ল্যাট নাম পরিচিত। সূত্রের খবর, দিল্লিতে বেসড এই চিটফান্ড ১৯৯৭ সাল থেকে আমানত তুলছে। ২০০৭ সালে আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার হয় এই সংস্থার কর্ণধার। সিবিআই-এর থেকে এরপর ইডি এই মামলা হাতে নেয়। সেই মামলার তদন্তেই এবার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে ইডির রেইড চলে মঙ্গলবার। সংস্থার ডিরেক্টর এবং সিএমডির বাড়িতেও হয়েছে ইডি হানা। এছাড়াও কলকাতা শহরের বেহালা জোকা-সহ বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকেরা এই মামলার সূত্রে তল্লাশি চালাচ্ছেন।
২০১৩ সালে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পরে প্রয়াগ নামক এই ভুয়ো অর্থ লগ্নি সংস্থাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে আসে। প্রায় দু হাজার কোটি টাকা আমানতকারীদের কাছ থেকে তুলে নেয়। ২০১২ সালে একাধিক হোটেল রিসর্ট চালু হয় সেই আমানতকারীদের গচ্ছিত টাকায়। সেই বছরেই জোকাতে ম্যানেজমেন্ট কলেজের কাছে ৭০ বিঘা জমির ওপর তৈরি হয় অ্যারিস্ট্রো ক্লাব নামে একটি সুবিশাল বিলাসবহুল রিসর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *