প্রসেনজিৎ ধর, হুগলি:- শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র করা মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন হুগলির তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় | যদিও সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন না পাওয়া এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। পাশাপাশি মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শিক্ষক দুর্নীতির মামলা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন দিলেও একাধিক শর্ত আরোপ করেছেন। পাসপোর্টও জমা রাখতে বলা হয়েছে জেলবন্দি তৃণমূল যুব নেতাকে।১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের পরদিনই জামিন পেলেও এখনই জেলমুক্তি ঘটছে না শান্তনুর| তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নদী থেকে বালি পাচারের অভিযোগও রয়েছে।ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন না হওয়ায় জেলেই থাকতে হবে শান্তনুকে। একই সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তাঁকে হেফাজতে নিতে পারে সিবিআই।সাত দফায় জিজ্ঞাসাবাদের পরে ২০২৩ সালের ১০ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার আগে জানুয়ারি মাসে তাঁর বাড়ি ও বাংলোয় তল্লাশি চালান গোয়েন্দারা।এত দিন পরেও জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না শান্তনুর।