দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ভাত না পেয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দাদাকে খুন করল ভাই। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা এলাকায়। মৃতের নাম বাবুলাল কুজুর (৩০)। তাদের বাবা-মা কেউ ছিল না, দুজনেই অনাথ। একে অপরের সম্বল ছিল দুই ভাই।দিনমজুর করে ভাইকে রান্না করে খাওয়াতেন দাদা। তবে সকাল থেকে খাবার জোটেনি, তার উপর ভাত না পেয়ে দাদার হাতে মার খেতে হয়েছিল ছোট ভাই বিমান কুজুরকে। খিদের জ্বালা এবং রাগের বশে শেষ পর্যন্ত দাদাকে খুন করে ফেলল বছর ১৬-এর ভাই। ঘটনায় ইতিমধ্যে কিশোরকে গ্রেফতার করেছে।অভিযুক্তকে জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বাবুলাল কুজুর শামুকতলার কার্তিকা হরগৌরী বসতির বাসিন্দা। ছোট ভাই বিমান তাঁর সঙ্গেই থাকত। পেশায় দিনমজুর বাবুলাল ছোট ভাইয়ের দেখভাল করতেন। প্রায় দিন তিনিই রান্না করতেন। সোমবার রাতে রান্না করে আগে খেতে বসেন বাবুলাল। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় বাড়ি এসে খেতে চায় বিমান। দাদাকে ধাক্কা দিয়ে খাবার থেকে উঠিয়ে দেওয়ারও চেষ্টা করে। তখন বাবুলাল বিমানকে মারধর করে বলে অভিযোগ। রাগে বিমান ঘরে থাকা ইট দিয়ে বাবুলালের মাথায় আঘাত করে বলে অভিযোগ। দাদা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেও ক্ষান্ত হয়নি সে। পাশেই থাকা বড় পাথর দিয়ে মাথা থেঁতলে দেয় অভিযুক্ত।আরও অভিযোগ, দাদার মৃত্যু হয়েছে বুঝতে পেরে দেহ লোপাটের চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু সারা রাত মাটি খুঁড়ে দেহ পোঁতার সময় দেখে ফেলেন এক প্রতিবেশী। তিনি শামুকতলা থানায় খবর দেন। মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।