প্রসেনজিৎ ধর:-বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ফের শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ১৪-তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধি-সহ দেশের একাধিক রাজনৈতিক নেতৃত্ব।আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপি প্রধান শারদ পাওয়ার, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, শিবসেনা ঠাকরে গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ছাড়াও ইন্ডিয়া জোটের অনেক নেতা-নেত্রী।
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ ব্লক বড় জয় পেয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পাঁচ দিন পর সেখানে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছয় থেকে আটজন মন্ত্রীরও শপথ নেওয়ার কথা ছিল। তবে তা হয়নি। হেমন্তের শপথ অনুষ্ঠানে তাঁর বাবা এবং তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনও উপস্থিত ছিলেন। হেমন্ত সরকার গঠন উপলক্ষে ইন্ডিয়া ব্লকের নেতারাও এসে তাদের শক্তি প্রদর্শন করেন।
জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন ঝাড়খণ্ডের বিদায়ী এবং পুন:নির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আহ্বান জানিয়েছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে। বৃহস্পতিবার সেইমতো ভাই হেমন্তের ডাকে মোরাদাবাদ ময়দানে পৌঁছে যান মমতা।তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে ঘিরেই ইন্ডিয়া জোটের তুমুল আগ্রহ এই অনুষ্ঠানে স্পষ্ট। ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতার সঙ্গে আলাপচারিতায় মমতাই ছিলেন মধ্যমণি। সূত্রের খবর, আগামী বিহার, দিল্লির বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে বাঙালি ভোট।