দেবরীনা মণ্ডল সাহা :- রাজস্থান থেকেই দুষ্কৃতীরা এসে টার্গেট করত এ রাজ্যের এটিএম মেশিন | গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের তৎপরতায় জালে ভিনরাজ্যের এক। পালিয়ে গেছে দুজন। সূত্রের খবর, ঘোলা থানা এলাকায় এটিএম ভাঙার পরিকল্পনার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই খবর পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। বুধবার রাতে নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার মাঝামাঝি মুড়াগাছা লোকনাথ মন্দিরের কাছে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম ভাঙার জন্য জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে মেশিন ভাঙার কাজও শুরু করেছিল দুষ্কৃতীরা।ঘোলা থানার পুলিশ জানিয়েছে, তাদের কাছে মুম্বই থেকে একটি ফোন আসে। বলা হয়, মুড়াগাছায় একটি এটিএম লুঠের পরিকল্পনা রয়েছে রাতেই। সঙ্গে সঙ্গে টিম নিয়ে পৌঁছয় পুলিশ। যেহেতু ঘোলা থানা ও নিউ ব্যারাকপুর থানার সীমানায় এটিএমটি। ঘোলা থানা থেকে নিউ ব্যারাকপুর থানাতেও খবর দেওয়া হয়।
এই ঘটনায় আসলাম খান নামে ২৮ বছরের এক দুষ্কৃতীকে ধরে পুলিশ। তার বাড়ি রাজস্থানের আলওয়ার জেলায়। তার কাছ থেকে উদ্ধার হয় একটি বড় স্ক্রু ড্রাইভার, একটি এলপিজি ছোট গ্যাস সিলিন্ডার, একটি অক্সি অ্যাসোটিলিন গ্যাস কাটার ও চুরির কাজে ব্যবহৃত সামগ্রী। ঘোলা থানার এসিপি তনয় চট্টোপাধ্যায় জানান, চক্রের বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাকে জেরা করে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal