Breaking News

ইডির পর সিবিআইয়ের মামলাতেও স্বস্তি! ২৩ মাস পর জেল থেকে ছাড়া পাবেন কুন্তল ঘোষ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সিবিআই-এর করা মামলায় জামিন পেলেন যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন তিনি। এর আগে ইডি-র করা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। আর এবার সিবিআই-এর মামলাতেও জামিন পেয়ে জেল থেকে ছাড়া পাচ্ছেন কুন্তল | শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় এবার সিবিআইয়ের গ্রেফতারি থেকেও জামিন পেলেন কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট এই জামিন মঞ্জুর করেছে। অবশ্য কুন্তলকে জামিন দিলেও কিছু আদালত কিছু শর্ত আরোপ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযাী, এই মামলাটি বিচারাধীন থাকার সময় কোনও সরকারি পদে থাকতে পারবেন না কুন্তল। এদিকে ট্রায়াল কোর্টের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গ ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে কুন্তলকে। এছাড়াও তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে মিডিয়ার সাথে কথা বলা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কুন্তলকে।এদিকে কুন্তলদের জামিনের বিরোধিতা করে আদালতে সিবিআইয়ের যুক্তি ছিল, মামলার তদন্ত চলছে। অভিযুক্ত ছাড়া পেলে প্রমাণ নষ্টের আশঙ্কা থাকবে বলে দাবি করেছিলেন সিবিআই আইনজীবী। তবে শর্ত সাপেক্ষে কুন্তলকে জামিন দিল শীর্ষ আদালত। এর আগে চলতি মাসেই শিক্ষা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির করা মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছিলেন বহিষ্কৃত এই যুব তৃণমূল নেতা। ইডির পরে এবার সিবিআই মামলাতেও জামিন পাওয়ায় জেল থেকে ছাড়া পেতে চলেছেন কুন্তল।প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ জানুয়ারি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর ২টি ফ্ল্যাটে দিনভর তল্লাশির পর গ্রেফতার হয়েছিল কুন্তল। এর পর নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। এই আবহে বিগত প্রায় ২৩ মাস ধরে জেলে রয়েছেন বহিষ্কৃত এই যুব তৃণমূল নেতা। তাঁর ফ্ল্যাট থেকে দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার করেছিল ইডি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *