Breaking News

‘কয়েক জন মন্ত্রী-বিধায়ক বেশি কথা বলছেন’, দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা মমতার!বেফাঁস মন্তব্য,সিদ্দিকুল্লাকে ডেকে সতর্ক করলেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-২০২৬-এর বিধানসভা ভোটের আগে ফের কড়া হাতে দলের রাশ ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পরিষদীয় দলের বৈঠকে তা কার্যত স্পষ্ট করে দিলেন তিনি। এ দিন বিধায়কদের কড়া বার্তা দেন মমতা, ‘বেশি কথা নয়।’ সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে বসেন মমতা। সেখানেই দলীয় শৃঙ্খলা বজায় রাখা থেকে প্রকাশ্যে মন্তব্য করা, সমস্ত বিষয়েই বার্তা দেন তিনি।সরকারের উন্নয়নমূলক প্রকল্প থেকে যাতে কেউ না বাদ যায়, সেদিকে নজর দিতে বললেন। তবে, বিধায়কদের দিকে নজর দিতে মন্ত্রী অরূপ বিশ্বাসকে নতুন দায়িত্ব দেওয়া হল। নতুন হোয়াটস্যাপ গ্রুপ তৈরি করতে হবে, কোন বিধায়ক কখন আসছে, কী করছে নজর রাখা হবে সেই গ্রুপের মাধ্যমে।মমতা বিধায়কদের বলেন, ”এখন থেকে ২০২৬ বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নেমে পড়ুন। সকলের ঘরে ঘরে যান। নারায়ণ গোস্বামী নিজের এলাকায় থাকুন। সিদ্দিকুল্লা চৌধুরী আপনার কথা ঠিক নয়, বেশ কিছু ব্লকে সমস্যা আছে আমি দেখে নেব। নতুন বিধায়কদের ৭ দিন থাকতে হবে। কাজ শিখুক তাঁরা।”
এরপরই মমতার সংযোজন, ”জেলা স্তরে ছাত্র-যুব সংগঠনের বিষয় আমি দেখে নেব। কয়েকজন মন্ত্রী,বিধায়ক বেফাঁস মন্তব্য করছেন। বিরত থাকুন। সর্বদলীয় একটা চিঠি দিন। যদি দিল্লি যেতে বিরোধীরা না চায়, তাহলে আপনারাই যান দিল্লি মানস ভুঁইয়াকে নির্দেশ। প্রশ্ন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিধায়কদের। এমন প্রশ্ন করবেন না, সরকার যাতে বিড়ম্বনায় না পড়ে। মন্ত্রীদের নানা বিষয় নিয়ে আরও পড়াশুনো করতে হবে।”এমন কোনও মন্তব্য নয়, যা দলকে বিড়ম্বনায় ফেলে, বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, এ দিনের বৈঠকে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর দিকে তাকিয়ে মমতা বার্তা দেন, বিধায়কদের নিজের এলাকার বাইরে গিয়ে অন্য বিধায়কের এলাকায় নাক গলানোর দরকার নেই। সমস্ত বিধায়ককে নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির কথাও বলেন তিনি।
বিধানসভার নওশাদ আলি কক্ষে সোমবার বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দেন তিনি। বলেন, ‘এমন কোনও মন্তব্য নয়, যা দলকে বিপাকে ফেলে।’ সূত্রের খবর, মমতা এ দিন জানান, বাইরে অনেকে অনেক রকম কথা বলছেন। কে কী বলছেন, তা নিয়ে ভাবার জন্য তিনি আছেন। সিদ্ধান্ত যা নেওয়ার, তিনিই নেবেন। তাই সকলকে সব বিষয়ে কথা না বলারই পরামর্শ দেন মমতা|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *