প্রসেনজিৎ ধর :- অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারতে। আশ্রয় নিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় এক জনের বাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে এমনই চার বাংলাদেশিকে পাকড়াও করল পুলিশ। শনিবার ধৃতদের হাজির করানো হয় আদালতে। তাঁদের কাছে ভারতে বসবাসের কোন বৈধ নথি ছিল না বলেই জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জ থানার পুলিশ জানতে পারে ধরমপুর বীরপাড়ার এক বাড়িতে আশ্রয় নিয়েছেন চার বাংলাদেশি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালায় তারা। অভিযানে এক মহিলা-সহ চার অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছে পাসপোর্ট, ভিসা না থাকার তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সুমি আক্তার, ইমন বিশ্বাস, শংকর বিশ্বাস, রূপকুমার বিশ্বাস। তাঁদের বাড়ি বাংলাদেশের বলাডাঙা, ধাওয়াখালি, চাকুলিয়া ও সবার নদী নগর। ধৃত চারজনকে শনিবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কী কারণে ওই চার বাংলাদেশি সীমান্ত পেরিয়ে এ দেশে এসেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।কী ভাবে তাঁরা এ দেশে প্রবেশ করলেন, সেই তদন্ত শুরু করেছে পুলিশ।কে বা কারা তাঁদের বর্ডার পার করতে সাহায্য করেছে? কোনও নাশকতার ছক ছিল কি না সব দিক খতিয়ে দেখছে পুলিশ।