দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তাঁর জামিনের আবেদনের মামলা চলছিল। সোমবার বিচারপতি জামিন মঞ্জুর করেন অয়নের। ইডির মামলায় তিনি জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর।যদিও ইডির পাশাপাশি একই মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই মামলায় এখনও জামিন পাননি তিনি। ফলে সংশোধনাগারেই থাকতে হবে অয়ন শীলকে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে উঠে এসেছিল অয়ন শীলের নাম। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে একাধিক উল্লেখযোগ্য নথি পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছে।শুধু তাই নয়, অয়ন শীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিতে পুর দুর্নীতি মামলারও একাধিক নথি পেয়েছিলেন তদন্তকারীরা, সামনে উঠে এসেছিল এমনই তথ্য। এ বার ইডির মামলায় জামিন পেলেন সেই অয়ন।এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। একাধিক শর্তও মানতে হবে অয়ন শীলকে। জমা রাখতে হবে পাসপোর্ট। বদল করা যাবে না মোবাইল নম্বর। তদন্তে সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, ইডির মামলায় জামিন মিললেও এখনও সিবিআইয়ের মামলায় জামিন মেলেনি। এদিকে, ফের সর্বোচ্চ আদালতে পিছিয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। ইডি এবং সিবিআই হেফাজতে এবং জেল হেফাজতে কতদিন ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তা জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। সূত্রের খবর, সেই সংক্রান্ত তথ্য আদালতে দিতে দেরি করেছেন আইনজীবীরা। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত বলেন— “গতকাল রাতে এই রিপোর্টের খোঁজ আমরা করছিলাম। কিন্তু আপনারা রিপোর্ট জমা দেননি।”