প্রসেনজিৎ ধর, কলকাতা :- স্বাস্থ্যসাথী প্রকল্পে আরও কড়া রাজ্য সরকার। রোগী ভর্তি হওয়া থেকে শুরু করে চিকিৎসাপ্রদান এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পাওয়া প্রতিটি বিষয়ে ছবি এবং ভিডিও পাঠাতে হবে স্বাস্থ্যভবনে। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। নির্দেশিকায় বলা হয়েছে,সরকারি হাসপাতালগুলিকে সব রোগীর ছবি এবং ভিডিও তুলতে হবে। সেটা হবে চিকিৎসার পর ছুটির সময়। সেই সব ছবি এবং ভিডিও অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে ছবি এবং ভিডিও দিতে হবে রোগী ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে। রোগী হাসপাতালেই আছেন তা নিশ্চিত করতে তার জিপিএস লোকেশন দিতে হবে নির্দিষ্ট সার্ভারে। জিপিএস চালু করে রোগীর পরীক্ষা শুরু হলেই অ্যাপ চালু করতে হবে। এবং সব হয়ে গেলে অ্যাপ বন্ধ করতে হবে।
স্বাস্থ্যসাথী কার্ডে নয়া নিয়ম
হাসপাতালে ভরতি, পরীক্ষা-নিরীক্ষা, অপারেশনের আগে ও পরে এবং রোগীর ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্যভবনে |
স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি হলেই বেসরকারি হাসপাতালকে সঙ্গে সঙ্গে সেই তথ্য ছবি-সহ সরকারকে পাঠাতে হবে |
চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যিই হাসপাতালে আছেন কিনা, নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন |
ছবি, ভিডিও, জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা এডিট করা যাবে না |
একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও |
অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করে,পরীক্ষা-নিরীক্ষা শুরু হওয়া মাত্র, নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে | পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে |
যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে, তা হাসপাতালের ৫০ মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না |
স্বাস্থ্যসাথী প্রকল্পে গরমিল ধরতে হাসপাতালে আচমকা পরিদর্শন করা এবং ফোন করে রোগীর থেকে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। তাতেই বিভিন্ন ভুয়ো নথির ঘটনা সামনে এসেছে। তা রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহারের কথা বিধানসভার প্রশ্নেত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখেও শোনা গিয়েছিল।