Breaking News

খাস কলকাতায় লালসার শিকার ৭ মাসের পথশিশু!৫ দিন পরেও অধরা অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- খাস কলকাতায় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক শিশুকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বয়স ৭ মাস |বিডন স্ট্রিটে ঘটেছে এই ঘটনা। যদিও অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজ শুরু করেছে বড়তলা থানার পুলিশ। অভিযুক্তকে খুঁজতে কোমর বেঁধে নেমেছে পুলিশ। আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে শিশুটির। তার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।গত ৩০ নভেম্বর বড়তলা থানা এলাকায় বাড়ির সামনে একটি শিশুকে কাঁদতে দেখেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন তিনি। ওদিকে ওই বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে ফুটপাথের বাসিন্দা এক দম্পতি তাঁদের ৭ মাসের কন্যাসন্তানকে তখন হন্যে হয়ে খুঁজছেন। মেয়েকে না পেয়ে তাঁরা পৌঁছে গিয়েছেন থানায়। তারই মধ্যে ফুটপাথে এক শিশুকন্যা পড়ে রয়েছে খবর পেয়ে ছোটে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় সেটি ওই দম্পতিরই কন্যা।
এরপর চিকিৎসার জন্য মেয়েটিকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান, শিশুটি যৌন নিগ্রহের শিকার। তার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের একাধিক অংশে। এর পরই এই ঘটনায় পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। কে বা কারা শিশুকন্যাটিকে অপহরণ করেছিল তা জানতে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা।পকসো ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক সূত্রে খবর, ভবঘুরে গোছের একটি লোক খুদেটিকে তুলে নিয়ে গিয়েছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।খুব তাড়াতাড়ি অভিযুক্তকে ধরতে পারবে বলে আশাবাদী পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *