Breaking News

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল!দার্জিলিংয়ের টুমলিংয়ে বেড়াতে গিয়ে মৃত্যু দমদমের তরুণীর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- সান্দাকফু’তে বেড়াতে গিয়ে মৃত্যু এক তরুণী পর্যটকের। মৃতের নাম অঙ্কিতা ঘোষ। সাউথ দমদমের বাসিন্দা অঙ্কিতা ঘোষের বয়স ২৮। বন্ধু-বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রাতে আচমকা অসুস্থ বোধ করেন। রাতেই সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। অবনতি হওয়ায় দার্জিলিং সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।জানা গিয়েছে, অঙ্কিতা প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে এসেছিলেন। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিঙে একটি হোমস্টে-তে। রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যুবতীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। যুবতীর মৃত্যুর ঘটনায় বুধবার শোকপ্রকাশ করেন পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ। তিনি বলেন, “মর্মান্তিক ঘটনা। ওই যুবতী সান্দাকফু থেকে ঘুরে টুমলিঙে নেমেছিলেন৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *