Breaking News

জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়,রাজি বাংলা ছাড়তেও!’আপনার লজ্জিত হওয়া উচিত’,সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পার্থ

দেবরীনা মণ্ডল সাহা :-জামিন পেতে মরিয়া নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম করে তাঁর প্রশ্ন, “অর্পিতা জামিন পেলে আমি পাব না কেন?” প্রয়োজনে বাংলা ছাড়তেও রাজি বলে জানালেন তিনি। পালটা রীতিমতো ভর্ৎসনা করলেন বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, “আপনি মন্ত্রী ছিলেন, সবাই নন। ফলে আপনার দফতরে কী হচ্ছে, তার দায় আপনার উপর বর্তায়।” এরপরই বিচারপতি বললেন, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত কীভাবে প্রভাবিত করতে পারেন, তা আগে খতিয়ে দেখতে হবে।এদিন মামলার শুনানি হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতিরা। যাঁর বিরুদ্ধে পাহাড়-প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁকে এত সহজে জামিন দিলে সমাজে কী বার্তা যাবে, তা নিয়েও চিন্তিত শীর্ষ আদালত৷ যদিও পার্থের আইনজীবী মুকুল রোহতাগির বক্তব্য, তাঁর মক্কেলের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি৷ বরং টাকার পাহাড় মিলিছে তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে৷ এ প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, পার্থ নিজে দুর্নীতি না করে, তিনি হয়তো ‘ডামি’ সামনে রেখে দুর্নীতি করেছেন। আদালত সাফ জানিয়েছে, তদন্তের অগ্রগতির পরেই জামিনের বিষয়টি বিবেচনা করে দেখা যাবে৷ সুপ্রিম কোর্টে পার্থের প্রশ্ন ছিল, ‘‘অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ অনেকেই জামিন পেয়েছেন, তাহলে আমাকে দেওয়া পাব না?’’ এই প্রশ্নের প্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘‘বাকিরা আর আপনি সমান নন।’’ পার্থের আইনজীবীর উদ্দেশে বিচারপতির বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্যদের তুলনা করা যাবে না৷ কারণ তাঁদের সকলের অবস্থান এক নয়। যে সময় নিয়োগ দুর্নীতি হয়েছে, সেই সময়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। অন্য কোউ নন৷ তাই বাকিদের সঙ্গে তুলনা করার আগে ওঁর লজ্জিত হওয়া উচিত৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *