Breaking News

সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসী অগ্নিকাণ্ড আমডাঙায়!উড়ে গিয়ে পড়ছে গ্যাস সিলিন্ডার, পরপর বিস্ফোরণ

দেবরীনা মণ্ডল সাহা:- ভরদুপুরে আচমকাই শান্ত এলাকায় দাউদাউ জ্বলে উঠল আগুনের গোলা। কালো ধোঁয়ায় ছেয়ে গেল আকাশ। পর পর সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই এমন ভয়াবহ পরিবেশ উত্তর ২৪ পরগনার আমডাঙায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে বেআইনিভাবে গ্যাসের কারখানা চলছিল এলাকায়। সেখানেই আচমকা সিলিন্ডার ফেটে যায়। পর পর সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠেন এলাকাবাসী। আজ দুপুর দুটো নাগাদ এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। দমকল সূত্রে খবর অন্তত চারশো সিলিন্ডার বিস্ফোরণে দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। ঘটনার জেরে জাতীয় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। অভিযোগ উঠছে, পুলিশ ঘটনাস্থলে এসে কার্যত দর্শকের ভূমিকায় ছিল।
স্থানীয়দের কথায়, আজও ১৪ কেজির সিলিন্ডার ১৯ কেজি করে গ্যাস ভরা হচ্ছিল। ইলেকট্রিকের তার থেকে শট সার্কিট হয়ে আগুন লেগে যায়। দমকল আধিকারিকদের কথায়, চার কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এই বিস্ফোরণ হতে থাকে। সাংঘাতিক কিছু ঘটে যেতে পারত। স্থানীয় পঞ্চায়েত প্রধানের অবশ্য দাবি, তাঁরা এই বেআইনি গ্যাস গোডাউনের ব্যাপারে কিছুই জানতেন না। খুব বেশি দিন হয়নি এই গোডাউন তৈরি হয়েছে। তাঁরা শুধু জানতেন, গ্যাস মজুত থাকে ওই কারখানায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *