দেবরীনা মণ্ডল সাহা :-জাস্টিস পেল জয়নগর। নাবালিকাকে ধর্ষণ করে খুন, ২ মাসের মাথায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা শোনাল আদালত। রাজ্য পুলিস ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সকলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বার্তা, ‘মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনওভাবে বরদাস্ত করে না সরকার’। আরজি কর হাসাপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মাস দেড়েকের মধ্যেই জয়নগরে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রীকে৷ সেই ঘটনার ৬২ দিনের মাথায় আজ জয়নগর কাণ্ডে অভিযুক্তে মৃত্যুদণ্ড ঘোষণা করল বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্ট৷ আরজি কর কাণ্ডে পর কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে৷ জয়নগরের ক্ষেত্রে সেই প্রশ্ন তোলার সুযোগ দেয়নি পুলিশ৷ এ দিন আদালতের রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই জয়নগরের ঘটনার দ্রুত নিষ্পত্তির কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য পুলিশ৷ আরজি কর কাণ্ডের পর ঠিক যেভাবে চিকিৎসক এবং সাধারণ মানুষের আন্দোলন থেকে জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে ন্যায়বিচারের দাবি উঠেছিল৷এক্স হ্যান্ডেলে মুখ্য়মন্ত্রী লিখেছেন, ‘জয়নগরে নাবালিকা খুন ও ধর্ষণে মামলায় ৬২ দিনে মাথায়, আজ অভিযুক্ত ফাঁসির সাজা দিয়েছে বারুইপুরের পকসো আদালত। এই ধরনের মামলায় মাত্র দু’মাসের মাথায় বিচার ও ফাঁসি সাজা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। রাজ্য পুলিস ও বিচার প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। রাজ্য সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধ কোনওভাবেই বরদাস্ত করে না’। আরজি কর কাণ্ডে তখনও উত্তাল গোটা রাজ্য। চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনে অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। টিউশনি পড়তে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। এরপর দেহ উদ্ধার করে পুলিস। কবে? পুজোর আগে, অক্টোবরে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা |
Hindustan TV Bangla Bengali News Portal