Breaking News

রাজ্যসভার প্রার্থী শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ঘোষণা তৃণমূলের!‘যোগ‍্য প্রার্থী’, জানিয়ে দিলেন অভিষেক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে রাজ‍্য সভায় নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভা উপনির্বাচনের জন্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করছে শাসক দল। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে ঋতব্রতর প্রার্থী হওয়ার কথা ঘোষণা করল তৃণমূল-কংগ্রেস। ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত তিনি রাজ‍্যসভার সাংসদ হিসেবে কাজ করেছেন ঋতব্রত। যদিও তিনি তখন ছিলেন বামে। পরে তিনি সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন।আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভা নির্বাচন। বাংলায় একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। মাস কয়েক আগে রাজ্যসভায় এই পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন আইএএস জহর সরকার। আর জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যসভায় সাংসদ পদ ছাড়ার কথা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর দিল্লি গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দেন| সেই পদটি ফাঁকা হয়ে যাওয়ায় গুঞ্জন চলছিল, জহর সরকারের জায়গায় কাকে পাঠানো হবে সংসদের উচ্চকক্ষে। শনিবার সেই জল্পনার অবসান ঘটল। এক্স হ্যান্ডলে পোস্ট করে ওই আসনের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল রাজ্যের শাসকদল। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সংগঠনে কাজ করা ব‍্যক্তি, দক্ষ ব‍্যক্তি, যেভাবে মাঠে ময়দানে তিনি কাজ করছেন, দলের পক্ষ থেকে সঠিক লোককেই বেছে নেওয়া হয়েছে।’’এরপরই এক্স হ্যান্ডেলে এনিয়ে লিখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।কুণাল ঘোষ লিখেছেন, ‘রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন স্বাগত জানাচ্ছি। ও যোগ্য প্রার্থী।রাজ্যসভায় থাকাকালীন ওর পারফরমেন্স ছিল অনবদ্য। সংসদে একজন দক্ষ সাংসদ হিসেবে ছাপ রেখেছিল ঋতব্রত। পরে, রাজ্য আই এন টি টি ইউ সি সভাপতি হিসেবেও যোগ্য সংগঠকের পরিচয় দিয়েছে।
ঋতব্রতকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *