Breaking News

এক মাসের মধ্যেই চালু কালীঘাট স্কাইওয়াক,হকারদের সরিয়ে পুনর্বাসন কলকাতা পুরসভার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যে চালু হতে চলেছে ‘‌কালীঘাট স্কাইওয়াক’‌। ২০২৫ সালে শহরের নাগরিকদের এটাই নতুন উপহার দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে আলোচনা করেন। কলকাতা পুরসভার বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুর কমিশনার-সহ অন্যান্য আধিকারিক এবং হকার সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আশা করা যায়, আগামী একমাসের মধ্যে কালীঘাট স্কাই ওয়াক চালু হয়ে যাবে।”‘‌কালীঘাট স্কাইওয়াক’‌ তৈরি করা নিয়ে আগে নানা জটিলতা দেখা দিয়েছিল। ওই জটিলতা কাটানো গিয়েছে। সম্প্রতি কালীঘাট চত্বর হকার মুক্ত করা হয়েছিল। তখন ওই হকাররাই এসে হাজরা পার্কে বসেছেন। কিন্তু এবার ‘‌কালীঘাট স্কাইওয়াক’‌ শেষের পথে। জানুয়ারি মাসে সব ঠিক থাকলে তা জনগণের জন্য খুলে দেওয়া হবে। তাই তা সম্পূর্ণ তৈরি হয়ে চালু হয়ে গেলে হাজরা পার্ক থেকে সরে যেতে হবে কালীঘাট থেকে উঠে আসা হকারদের। কারণ ‘‌কালীঘাট স্কাইওয়াক’‌ চত্বরেই আবার তৈরি হবে নতুন মার্কেট। সেখানে হাজরা পার্কে থাকা হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌আশা করা যায়, আগামী একমাসের মধ্যে কালীঘাট স্কাই ওয়াক চালু হয়ে যাবে।’‌অন্যদিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই ‘‌কালীঘাট স্কাইওয়াক’‌ তৈরি করতে অনেকটা সময় লেগেছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ‘‌কালীঘাট স্কাইওয়াক’‌ নির্মাণ করতে খরচ করেছে প্রায় ৮০ কোটি টাকা। এখানের সমস্ত হকারদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। আর হকারদের পক্ষ থেকে আরও একমাস সময় অতিরিক্ত চাওয়া হয়েছে। অফিসারদের রিপোর্ট দেখে মেয়র জানান, সব ঠিক থাকলে আগামী দু’‌মাসের মধ্যে হাজরা পার্কের সমস্ত হকারদের বৈধ তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী কালীঘাটে যে নতুন মার্কেট গড়ে তোলা হবে সেখানে তাঁদের পুনর্বাসন দেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *