দেবরীনা মণ্ডল সাহা:- মহুয়া মৈত্রকে সরানোর আর্জি জানিয়ে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দলেরই পাঁচ বিধায়ক। তবে সূত্রের খবর, এখনই মহুয়াকে নিয়ে কোনও সিদ্ধান্ত নয়, সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাওয়ারি বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে। মহুয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন দলের ৬ বিধায়ক। এদিন নাকাশিপাড়া, পলাশিপাড়া, তেহট্ট, চাপড়া, কৃষ্ণনগর দক্ষিণের বিধায়করা দলনেত্রীর সঙ্গে দেখা করেন।তাঁদের অভিযোগ ছিল, জেলায় মহুয়া যেভাবে দল পরিচালনা করছেন তাতে তাঁদের পক্ষে সংগঠনের কাজ করা সম্ভব নয়। তাই জেলায় সংগঠনকে রক্ষা করতে হলে মহুয়াকে অবিলম্বে জেলা সভাপতির পদ থেকে সরানো হোক বলেও চিঠিতে লিখেন তাঁরা। দলীয় সূত্রের খবর, সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে সম্প্রতি নদিয়ার ১৭৮ জন বুথ সভাপতি এবং ১৭ জন অঞ্চল সভাপতি পদে বদল এনেছেন মহুয়া। উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহ রায়দের অভিযোগ, এই রদবদলের বিষয়ে সাংগঠনিকস্তরে কোনও আলোচনা করেননি মহুয়া। উপরন্তু জেলায় যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সব লোককেই মহুয়া পদে বসিয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal