প্রসেনজিৎ ধর, কলকাতা :-মদ্যপ স্বামীর সঙ্গে নিত্য বচসা। শুক্রবার রাতেও সেই অশান্তি চরমে উঠেছিল। পরে ঘুমন্ত স্বামীর গলায় হাঁসোয়া চালিয়ে দিল স্ত্রী। পরে প্রতিবেশীদের কাছে নিজেই গিয়ে স্বামীকে খুনের কথা স্বীকার করে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দুর্গাপুরের কাঁকসার থানার রাজবাঁধে ক্যানেল পাড়ে। মৃত ব্যক্তির নাম চুনা কোঁড়া (৫০)। পুলিশ অম্বু কোঁড়া নামে ওই মহিলাকে গ্রেপ্তার করেছে | খুনের অভিযোগও স্বীকার করে নেন চুনা কোড়ার স্ত্রী আম্বু কোড়া। কাঁকসা থানার পুলিসের কাছেও খুনের অভিযোগ স্বীকার করে নেন স্ত্রী আম্বু কোড়া।কাঁকসা থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপশি ঘটনার তদন্ত শুরু করে কাঁকসা থানার পুলিস। কাঁকসা থানার এসিপি সুমন জয়সওয়াল আম্বু কোড়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারেন, বাড়িতে স্বামি-স্ত্রী একাই থাকত। মাঝে মধ্যেই স্বামী-স্ত্রী’র মধ্যে অশান্তি লেগেই থাকত। গতকাল রাতে চুনা কোড়া ঘুমিয়ে থাকা অবস্থায় হাঁসুয়া দিয়ে গলা কেটে দেয় বলে জানান স্ত্রী আম্বু কোড়া।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই মহিলাকে গ্রেপ্তার করে। কাঁকসা থানার সিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্যই স্বামী খুন। ঘুমন্ত স্বামীকে হাঁসোয়া দিয়ে কুপিয়ে খুন করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে? তাও তদন্ত করে দেখছে পুলিশ।