দেবরীনা মণ্ডল সাহা :-ফের তৃণমূলে ফিরলেন প্রবীর ঘোষাল | সোমবার তাঁকে দেখা গেল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। তৃণমূল সূত্রে খবর, এখন থেকে নিয়মিত তাঁকে দলীয় মিছিল মিটিংয়েও দেখা যাবে।এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘তিনি অনেক দিন ধরেই লেখেন আমাদের হয়ে। দীর্ঘদিন আমাদের বিধায়কও ছিলেন। আবার তাঁকে কাজ করতে বলা হল।’ মুখ্যমন্ত্রীকে প্রণামও করেন তিনি।২০১৬ সালের ভোটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষালকে প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিতে বিধায়ক হয়েছিলেন প্রবীর। তবে ২০২১ সালে বিধানসভা ভোটের মুখে দল বদলে বিজেপিতে যোগদান করেন তিনি। পদ্ম শিবিরের তরফে তাঁকে উত্তরপাড়া বিধানসভা আসনে প্রার্থীও করা হয়েছিল। যদিও শেষমেষ তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে পরাস্ত হন তিনি।অবশেষে সব জল্পনায় জল ঢেলে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফের তৃণমূলের সৈনিক হিসেবে কাজ শুরু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।সূত্রের খবর, প্রবীর ঘোষালের ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁকে দলে ফিরিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক। উনি কোন্নগরে আমাদের বিধায়ক ছিলেন। ওনাকে আবার দলের হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়েছিল। উনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন।কামারহাটির বিধায়ক মদন মিত্রর সঙ্গে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন প্রবীরবাবু।
Hindustan TV Bangla Bengali News Portal